Breaking News
Home / বাণী চিরন্তন / প্রবাদ প্রবচন (পর্ব-২)

প্রবাদ প্রবচন (পর্ব-২)

প্রবাদ প্রবচন (Bangla Proverb), প্রবাদ প্রবচণ, প্রবাদ বাক্য:
৫১। মাতেনা কইন্ন্যায় মাতা নারে…ই কইন্নায় ফুরুস মারে
৫২। সারা রাইত মারলাম সাপ – জাইগ্যা দেখি দড়ি
৫৩। যার যে সয় বুড়া অইলে বেশ অয়
৫৪। বাপে না গুতে , চুঙ্গা ভরি মুতে
৫৫। তিন দিনর চান্দ অইলে দুআরও বৈয়া দেখা যায়
৫৬। বাফে দেখছেনা ঘোড়ার পেল, পুয়া ঘুড়া দৌড়ায়া মুকিতলা বায়্দী গেল
৫৭। গরীবর গরিবানা, নুন দিয়া পিটা খানা
৫৮। আইতে জাইতে পচার বাপ, আম পাকলে মৌয়া
৫৯। জমানারে ধরছে ভুতে, যুবা নারীয়ে চাটিত মুতে
৬০। উলার গোসা নালী ক্ষেতো

৬১। চেংও উজাইন, ব্যাংও উজাইন, কৈয়া পুটি তাইনও উজাইন

৬২। হাই মরলো কালাঞ্জি বালা , কান্দি উঠল ফতাবালা

৬৩। গর্ছির বাড়িয়ে গর্ছি নয় না

৬৪। আইলে গেলে কুটুম

৬৫। ঘাট ফারৈতে উলামেলা , ঘাট ফারৈলে খেয়ানি হালা

৬৬। হিঙ্গি নাই বিল ফলো বাওয়া

৬৭। মূলে নাই ঘর আর পূবে তিন দুয়ার

৬৮। হাগা নাই ফুটকির ডাক মোটা

৬৯। গুয়া গাছ অ ফুয়া বায়, ফুয়া নষ্ট ফরি বাড়িত যায়

৭০। উফ্রেদি ছেপ পালাইলে নিজের উফরে ফরে

৭১। ফাণিত ছেদ মারলে আটুত ফড়ে

৭২। নয়া যোগী তাতো উটসৈন

৭৩। দুইদিনোর যুগী ভাতেরে কয় অন্ন

৭৪। গরম ভাতে বিলাই বেজার , হাছা মাতলে মই বেজার

৭৫। চোরে চোরে আলি এক চোরে বিয়া করে আরেক চোরের হালি

 

৭৬। চুরোর মাউগর বড়ো গলা

৭৭। আগলো বেটির লাজ নাই দেখল বেটির লাজ

৭৮। চোরে চোরে আলি এক চোরে বিয়া করে আরেক চোরের হালি

৭৯। চুরোর মাউগর বড়ো গলা

৮০। আগলো বেটির লাজ নাই দেখল বেটির লাজ

৮১। পরার পুতে নাও বায় তেলতেলি করে, নিজর পুতে নাও বায় কইলজাত পাড় পড়ে

৮২। হাউসে গাভীন আর ফরৈতে আল্লাহ আলাহ

৮৩। যেমন আমাই তেমন নাতিন জামাই

৮৪। প্রথমে দরশন ধারি, পরে গুন বিচারি

৮৫। পেট মোটা হইলেই চেয়ারম্যান হয় না
৮৬। মিথ্যুকের ভালো স্মৃতিশক্তি থাকতে হয়

৮৭। গাঁওভরা চাচা ,অইলে, মাইরে হেন্গা করার কেউ নাই

৮৮। একজন মেয়ে একজন পুরুষকে বিয়ে করে পুরুষটির চরিত্রের জন্য

৮৯। নারীর হৃদয় সাপের, বুদ্ধি গাধার, রূপটা দেবীর, চোখটা ধাঁধার

৯০। টাকায় টাকা আনে

৯১। হারা রাইত কানভরি হুনলো বেটায় পুঁথি, বিয়ানে উঠি জিগায়, সোনাভান বেটা না বেটি।

৯২। অতি চালাকের গলায় দড়ি

৯৩।  অতি দর্পে হত লংকা।

৯৪।  অতি ভক্তি চোরের লক্ষণ

৯৫।  অতি লোভে তাতি নষ্ট

৯৬।  অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট

৯৭।  অধীনতা অপেক্ষা মৃত্যু শ্রেয়

৯৮।  অপচয় করো না, অভাবও হবে না।

৯৯। অভাবে স্বভাব নষ্ট

১০০।  অল্প বিদ্যা ভয়ঙ্করী।

আরও পড়ুন…

প্রবাদ প্রবচন (পর্ব-১)

প্রবাদ প্রবচন (পর্ব-৩)

প্রবাদ প্রবচন (পর্ব-৪)

প্রবাদ বাক্য

Bangla Proverb

 

 

Check Also

মন নিয়ে বাণী

সততার বাণী

সততার বাণী, সততার উক্তি, সত্যের বাণী ,সত্যের উক্তি ঃ ১। সৎ লোক সাতবার বিপদে পড়লে আবার উঠে কিন্তু ...

DMCA.com Protection Status