Bangla Shayari is the short form of poem, its called bengali shayari. Bangla Shayari can be sad, love, romantic love etc. Bengali love shayari express the felling of love. Bengali sad shayari express the felling of sadness.
ভালোবাসি তাকে ভালোবাসি
সে থাকুক বা না থাকুক পাশাপাশি
আমার অসুখ ভালোবাসার
ছোঁয়াচে রোগে তাকে ছোঁয়ার
এই রোগ যদি তাকেও ধরে
আমিও মরতে চাই তাঁর ছোঁয়াতে।
-রেদোয়ান মাসুদ)
.
(“তুমি আমার মনের মাঝে
করো সারাদিন বাস
আমি তোমার চোখের মাঝে
আঁকি জীবনের সব অভিলাষ”।
-রেদোয়ান মাসুদ)
.
পাগলী আমার ঘুমিয়ে পড়েছে
মুঠোফোন তাই শান্ত,
আমি রাত জেগে দিচ্ছি পাহারা
মুঠোফোনের এই প্রান্ত ।
এ কথা যদি সে জানতো ?
নির্মলেন্দু গুন)
(ঐ যে দেখো নদীর ধারে
উড়ছে কত পাখি
চেয়ে দেখো আমার চোখে
তোমায় কত ভালোবাসি”।
-রেদোয়ান মাসুদ)
.
(ভালো না হয় নাই বাসো
তবু করো আসা যাওয়া
তুমি কাছে আসলে তবে
ফুসফুসে পাই হাওয়া।
-রেদোয়ান মাসুদ)
.
(ঘর উজাড়ে একাই তুমি
কম কিসে হে সর্বনাশ?
সেই তুমি যার বন্ধু তারও
শত্রু কেন হয় আকাশ?
-মীর্জা গালিব)
.
(আমার আছে একলা দুপুর
নয়ন ভরা লোনা জল,
রাত্রিবেলা চোখের উপর
ঘুমের বড় আকাল।
-রেদোয়ান মাসুদ)
.
(বিরহের স্বাদ প্রিয় আমার
মিলনের স্বাদ চাই না তাই
কবির জুটুক বিরহ আর
কবির জুটুক বিরহ আর
মিলনের স্বাদ পাক সবাই।
-মীর্জা গালিব)
(“তুমি আমার মনের মাঝে
করো সারাদিন বাস
আমি তোমার চোখের মাঝে
আঁকি জীবনের সব অভিলাষ”।
-রেদোয়ান মাসুদ)
.
(কিছু মানুষের কষ্ট চোখ দিয়ে ঝরে,
কিছু মানুষের কষ্ট মেজাজ দিয়ে প্রকাশ করে,
কিছু মানুষের কষ্ট হৃদয়ের মাঝে শুকিয়ে মরে ,
তবে কষ্টকে যারা প্রকাশ করতে না পারে,
তারাই জীবনে সবচেয়ে বেশি কষ্ট করে।
-রেদোয়ান মাসুদ)
.
বর্ষা আঁধার রাত্রিগুলো
কাটবে বলো কোন আবেগে
তারা গনার স্বভাব নিয়ে
দু’চোখ আমার রয় যে জেগে
-মীর্জা গালিব)
আরও পড়ুন…