রবীন্দ্রনাথ ঠাকুর এর উক্তি , রবীন্দ্রনাথের বাণী ঃ
২১। ক্ষুদ্রকে লইয়াই বৃহৎ, সীমাকে লইয়াই অসীম, প্রেমকে লইয়াই মুক্তি। -রবীন্দ্রনাথ ঠাকুর
২২। ফাগুনের নবীন আনন্দে গানখানি গাঁথিলাম ছন্দে; দিল তারে বনবীথি কোকিলের। -রবীন্দ্রনাথ ঠাকুর
২৩। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে। তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। তবু প্রাণ নিত্যধারা, হাসে সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে। -রবীন্দ্রনাথ ঠাকুর
২৪। এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়। -রবীন্দ্রনাথ ঠাকুর
২৫। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে। -রবীন্দ্রনাথ ঠাকুর
২৬। মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন। -রবীন্দ্রনাথ ঠাকুর
২৭। অধিকার ছাড়িয়া দিয়া অধিকার ধরিয়া রাখার মত বিড়ম্বনা আর হয় না। -রবীন্দ্রনাথ ঠাকুর
২৮। কত বড়ো আমি’ কহে নকল হীরাটি। তাই তো সন্দেহ করি নহ ঠিক খাঁটি।-রবীন্দ্রনাথ ঠাকুর
২৯। কেউ বা মরে কথা বলে, আবার কেউ বা মরে কথা না বলে। -রবীন্দ্রনাথ ঠাকুর
৩০। অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবে ঘৃণা তারে যেস তৃণসম দহে। -রবীন্দ্রনাথ ঠাকুর
৩১। যে খ্যাতির সম্বল অল্প তার সমারোহ যতই বেশি হয়, ততই তার দেউলে হওয়া। -রবীন্দ্রনাথ ঠাকুর
৩২। কী পাইনি তারই হিসাব মেলাতে মন মোর নহে রাজি। -রবীন্দ্রনাথ ঠাকুর
৩৩। সংসারে সাধু-অসাধুর মধ্যে প্রভেদ এই যে, সাধুরা কপট আর অসাধুরা অকপট। -রবীন্দ্রনাথ ঠাকুর
৩৪। নারী দাসী বটে, কিন্তু সেই সঙ্গে নারী রাণীও বটে। -রবীন্দ্রনাথ ঠাকুর
৩৫। হঠাৎ একদিন পূর্ণিমার রাত্রে জীবনে যখন জোয়ার আসে, তখন যে একটা বৃহৎ প্রতিজ্ঞা করিয়া বসে জীবনের সুদীর্ঘ ভাটার সময় সে প্রতিজ্ঞা রক্ষা করিতে তাহার সমস্ত প্রাণে টান পড়ে। -রবীন্দ্রনাথ ঠাকুর
৩৬। সংসারের কোন কাজেই যে হতভাগ্যের বুদ্ধি খেলে না, সে নিশ্চয়ই ভাল বই লিখিবে। -রবীন্দ্রনাথ ঠাকুর
৩৭। সামনে একটা পাথর পড়লে যে লোক ঘুরে না গিয়ে সেটা ডিঙ্গিয়ে পথ সংক্ষেপ করতে চায় – বিলম্ব তারই অদৃষ্টে আছে। -রবীন্দ্রনাথ ঠাকুর
৩৮। লোকে ভুলে যায় দাম্পত্যটা একটা আর্ট, প্রতিদিন ওকে নতুন করে সৃষ্টি করা চাই। -রবীন্দ্রনাথ ঠাকুর
৩৯। তুমি যদি না দেখা দাও, কর আমায় হেলা, কেমন করে কাটে আমার এমন বাদল-বেলা। -রবীন্দ্রনাথ ঠাকুর
৪০। যায় যদি লুপ্ত হয়ে থাকে শুধু থাক এক বিন্দু নয়নের জল কালের কপোল তলে শুভ্র সমুজ্জ্বল এ তাজমহল। -রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর এর বাণী (পর্ব-১)
রবীন্দ্রনাথ ঠাকুর এর বাণী (পর্ব-৩)