মহানবীর বাণী :মহানবী হযরত মুহাম্মদ (সা) (Prophet Hazrat Muhammad Sm.) এর শ্রেষ্ঠ ছিলেন সর্ব কালের সর্বশ্রেষ্ট মহামানব। সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসুল । মহানবী হযরত মুহাম্মদ সাঃ আরবি ৫৭০ খ্রিষ্টাব্দের ১২ই রবিউল আউয়াল সৌদি আরবের মক্কা নগরীর কুরাইশ বংশের জন্ম গ্রহণ করেন। নবী করিম সাঃ উপর ইসলাম ধর্মের প্রধান ধর্মগ্রন্থ আল-কুরআন নাজিল হয়। বিশ্বনবী হযরত মোহাম্মদ সঃ এর বাণী বা উক্তি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি মানুষের উচিত রাসুল সাঃ এর উপদেশ বা বাণী পড়া ও তার আমল করা। মহানবীর বাণী পর্ব -১ঃ
- অনুমান ও কুধারণা করা থেকে বিরত থাকো, কেননা অনুমান হলো বড় মিথ্যা কথা। [সহীহ বুখারী]
- আল্লাহ বলেছেনঃ- আমি জান্নাত কে লুকিয়ে রেখেছি দুঃখ কষ্টের ভিতর, আর জাহান্নাম কে লুকিয়ে রেখেছি দুনিয়ার ধন সম্পদ, হাসি- খুসির ভিতর। __হযরত মোহাম্মদ (সঃ)
- যে যুবক একজন যুবতী নারীকে একা পেয়েও আল্লাহর ভয়ে তার ইজ্জতের উপর আঘাত করে না, তার জন্য অপেক্ষা করছে জান্নাতুল ফেরদাউস। __হযরত মোহাম্মদ (সাঃ)
- জান্নাতের চাবি হলো – ‘আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই ’ এ সাক্ষ্য দেয়া । (আহমদ)
- যে আল্লাহর উপর ভরসা করে, তার জন্যে আল্লাহই যথেষ্ট। [ইবনে মাজাহ]
- আল্লাহ সুন্দর ! তিনি সৌন্দর্যকেই পছন্দ করেন। [সহীহ মুসলিম]
- তোমাদের মধ্যে ভালো মানুষ তারা , যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। [ইবনে মাজাহ]
- রাত্রে ঘন্টাখানেক জ্ঞান চর্চা করা সারা রাত জেগে ( ইবাদতে নিরত ) থাকার চেয়ে উত্তম। [দারমী]
- বান্দাহর উপর আল্লাহর অধিকার হলো , তারা কেবল তাঁরই আনুগত্য ও দাসত্ব করবে এবং তাঁর সাথে কোনো অংশীদার বানাবেনা । [সহীহ বুখারী]
- যে কেউ এই ঘোষণা দেবে : ‘ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মুহাম্মদ সাঃ আল্লাহর রসূল ’ – আল্লাহ তাকে জাহান্নামের জন্যে নিষিদ্ধ করে দেবেন। [সহীহ বুখারী]
- তুমি মুমিন হবে তখন , যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেবে, আর মন্দ কাজ দেবে মনোকষ্ট। [আহমদ]
- কোনো বান্দাহ ততোক্ষণ পর্যন্ত মুসলিম হয়না , যতোক্ষণ তার মন ও যবান মুসলিম না হয়। [তাগরীব]
- পবিত্রতা ঈমানের অর্ধেক। [সহীহ মুসলিম]
- যে পূত পবিত্র থাকতে চায় , আল্লাহ তাকে পূত পবিত্র রাখেন। [সহীহ বুখারী]
- অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ। [তিরমিযী]
- যে তোমার সাথে বিশ্বাস ভংগ করেছে , তুমি তার সাথে বিশ্বাস ভংগ করোনা। [তিরমিযী]
- সালাত জান্নাতের চাবি। [আহমদ]
- যে পরিশুদ্ধ হয়না , তার সালাত হয়না। [মিশকাত]
- যে আল্লাহর উদ্দেশ্যে একটি মসজিদ বানায় , আল্লাহ জান্নাতে তার জন্যে একটি ঘর বানায়। [ সহীহ বুখারী ]
- তোমাদের কেউ মুমিন হবেনা , যতোক্ষণ সে নিজের জন্যে যা পছন্দ করে , তার ভাইয়ের জন্যেও তাই পছন্দ না করবে । [সহীহ বুখারী]
(পর্ব-১) (পর্ব-২) (পর্ব-৩) (পর্ব-৪) (পর্ব-৫) (পর্ব-৬) (পর্ব-৭) (পর্ব-৮) (পর্ব-৯)