- সত্য কথা বলো , যদিও তা তিক্ত । [ইবনে হিব্বান]
- প্রচেষ্টার চেয়ে বড় কোনো যুক্তি নাই। [ইবনে হিব্বান]
- কোনো নিন্দুক জান্নাতে প্রবেশ করবেনা। [বুখারী]
- রাগে উত্তেজিত হলে চুপ করে থাকো। [আদাবুল মুফরাদ]
- তোমাদের কেউ যখন উত্তেজিত হবে , সে যেনো অযু করে আসে। [আবু দাউদ]
- যার মনে বিন্দু পরিমাণ অহংকার আছে , সে জান্নাতে প্রবেশ করবেনা। [সহীহ মুসলিম]
- সবচেয়ে কৃপণ লোক সে , যে সালাম আদান প্রদানে কৃপণতা করে । [তিবরানী]
- যারা পৃথিবীতে আছে তাদের দয়া করো , তাহলে যিনি আকাশে আছেন তিনি তোমাকে দয়া করবেন। [মিশকাত]
- যে মানুষের প্রতি দয়া করেনা , আল্লাহ তার প্রতি দয়া করেননা। [সহীহ বুখারী]
- প্রতিবেশীর প্রতি সুন্দর সহানুভূতির আচরণ করো , তবেই মুমিন হবে। [মিশকাত]
- সে মুমিন নয় , যে নিজে পেট পূরে খায় আর পাশেই তার প্রতিবেশী না খেয়ে থাকে। [বায়হাকী]
- মনের প্রাচুর্যই আসল প্রাচুর্য। [সহীহ বুখারী]
- আল্লাহ তোমার ভাগে যা রেখেছেন , তাতে সন্তুষ্ট থাকো , তবেই হবে সবচেয়ে প্রাচুর্যশালী। [মিশকাত]
- যার উদ্দেশ্য হয় পরকাল লাভ করা , আল্লাহ তার অন্তরে প্রাচুর্য দান করেন। [তিরমিযী]
- জান্নাত এতই আকর্ষণীয় যে, তার আকাংখীর চোখে ঘুম আসেনা। [তিবরানী]
- দোযখ এতোই ভয়াবহ যে , তার থকে পলায়নকারীর চেখে ঘুম আসেনা। [তিবরানী]
- মনের মধ্যে লোহার মতোই মরিচিকা পড়ে।। আর তা দূর করার উপায় হলো ক্ষমা প্রর্থনা করা । [বায়হাকী]
- অধীনস্থদের সাথে নিকৃষ্ট আচরণকরী জান্নাতে প্রবেশ করবেনা। [আহমদ]
- মৃতদের গালি দিয়োনা।
- মর্যাদা অনুযায়ী মানুষকে সমাদর করো। [আবু দাউদ]
(পর্ব-১) (পর্ব-২) (পর্ব-৩) (পর্ব-৪) (পর্ব-৫) (পর্ব-৬) (পর্ব-৭) (পর্ব-৮) (পর্ব-৯)