141. যখন কিছু প্রার্থনা করবে , আল্লাহর কাছে করবে। [মিশকাত]
142. দু’আ ইবাদত। [তিরমিযী]
143. আল্লাহর কাছে তাঁর অনগ্রহ চাও। তাঁর কাছে প্রার্থনা করাকে আল্লাহ খুবই পছন্দ করেন। [তিরমিযী]
144. যে আল্লাহর কাছে চায়না , আল্লাহ তার উপর রাগান্বিত হন। [তিরমিযী]
145. আমি আল্লাহর কাছে দিন একশ ’ বার ক্ষমা প্রার্থনা করি। [সহীহ মুসলিম]
146. বান্দাহ যখন অপরাধ স্বীকার করে এবং তাওবা করে , তখন আল্লাহ তার তাওবা কবুল করেন। [সহীহ বুখারী]
147. সব আদম সন্তানই ভুল করে । তবে এদের মধ্যে উত্তম হলো তারা যারা ভুলের জন্যে তাওবা করে। [তিরমিযী]
148. আল্লাহ তায়ালার ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন। __হযরত মোহাম্মদ (সাঃ)
149. রোজ রাতে ঘুমানোর আগে আল্লাহ্র কাছে তোমার সকল পাপের ক্ষমা চেয়ে তারপর ঘুমাও।। হতে পারে কাল সকালে সূর্য দেখার সৌভাগ্য তোমার কপালে আর হলোনা। __হযরত মুহাম্মদ (সাঃ)
150. যে ব্যাক্তি অপরের নিন্দা করে এবং অপরকে অপমান করে তারা একদিন কষ্টদায়ক পরিনতির স্বীকার হবে। ___হযরত মোহাম্মদ (সঃ)
151. যে অন্যের বাবা মাকে গালি দিল, সে যেন নিজের বাবা মাকেই গালি দিল। ___প্রিয়নবী হযরত মুহাম্মদ (সাঃ)
152. মৃত্যুর পর সেই সব লোকদের জিহবা আগুনের কাঁচি দিয়ে কাঁটা হবে, যারা অন্য কে উপদেশ দেয়, কিন্তু , সেই উপদেশ নিজেই মানে না। __হযরত মুহাম্মদ (সাঃ)
153. যে ব্যাক্তি আজান শুনে নামাজ পড়বে না, কিয়ামতের দিন তাঁর কানে গরম সীসা ঢেলে দেয়া হবে। __হযরত মোহাম্মদ (সাঃ)
154. যে মহিলা গর্ভ অবস্থায় ১ খতম কোরআন পাঠ করবে, তার গর্ভের ঐ সন্তান ১ জন নেককার বান্দা হিসেবে দুনিয়াতে আগমণ করবে! __হযরত মোহাম্মদ (সাঃ)
155. সিয়াম পালনকারীর পূর্বেকার গুনাহ মাফ করে দেয়া হয়। __হযরত মোহাম্মদ (সাঃ)
156. যে ব্যক্তি কোনও জ্যোতিষীর কাছে গেলো ও তাকে কিছু জিজ্ঞেস করলো, (ভবিষ্যৎ জানতে চাইলো) চল্লিশ দিন ও রাতের জন্য তার সালাত কবুল হবে না। ___বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ)
157. যদি জান্নাতী রমনীদের মধ্যে থেকে কোন রমনী পৃথিবীতে উঁকি দিত তাহলে পূর্ব থেকে পশ্চিমের মাঝে যা কিছু আছে সব আলোক উজ্জ্বল হয়ে যেত। __বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)
158. ঘুমানোর আগে মহান আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিও, হতে পারে, এটাই তোমার জীবনের শেষ ঘুম। __ হযরত মোহাম্মদ (সঃ)
159. সবচেয়ে শ্রেষ্ঠ লোক হল সেই, যার হৃদয় হল পরিস্কার এবং জিভ হল সত্যবাদী। __হযরত মোহাম্মদ (সঃ)
160. বান্দা যতক্ষণ নামাজে থাকে তার মাথার উপর ততক্ষণ নেকী ঝড়তে থাকে। __হযরত মুহাম্মদ সাঃ।
(পর্ব-১) (পর্ব-২) (পর্ব-৩) (পর্ব-৪) (পর্ব-৫) (পর্ব-৬) (পর্ব-৭) (পর্ব-৮) (পর্ব-৯)