খনার বচন, খনার উক্তি ঃ
৪১। ডাকে পাখী, না ছাড়ে বাসা, খনা বলে, সেই তো ঊষা।
৪২। যদি বর্ষে কাতি, রাজা বাঁধে হাতি।
৪৩। যদি বর্ষে পৌষে, কড়ি হয় তুষে।
৪৪। যদি অশ্বি কুয়া ধরে, তবে ধানগাছে পোকা ধরে।
৪৫। হাঁচি জেটি পড়ে যবে, অষ্ট গুণ তার লভ্য না হবে।
৪৬। তাল, তেঁতুল, কুল তিনে বাস্তু নির্মূল।
৪৭। কাঁচা রোপা শুকায় ভুঁইয়ে ধান ভুঁইয়ে লুটায়।
৪৮। কিল আর তেল পড়লেই গেল।
৪৯। বাঁশ মরে ফুলত, মানুষ মরে ভুলত।
৫০। পূর্ণিমা আমাবস্যায় যে ধরে হাল, তার দুঃখ হয় চিরকাল।
যার বলদের হয় বাত, তার ঘরে না থাকে ভাত।
খনা বলে আমার বাণী, যে চষে তার হবে জানি।
৫১। পৌষের কুয়া বৈশাখের ফল।
য’দ্দিন কুয়া ত’দ্দিন জল।
শনিতে সাত মঙ্গলে/(বুধ) তিন।
আর সব দিন দিন ।
৫২। আমি অটনাচার্যের বেটি গনতে গাঁথতে কারে বা আঁটি।
৫৩। ক্ষেত আর পুত, যত্ন বিনে যমদূত।
৫৪। বাদল বামুন বান, দক্ষিণা পেলেই যান।
৫৫। ঘন সরিষা বিরল তিল।
ডেঙ্গে ডেঙ্গে কাপাস।।
এমন করে বুনবি শন।
না লাগে বাতাস।
৫৬। চিনিস বা না চিনিস খুঁজে দেখে গরু কিনিস।
৫৭। ষোল চাষে মূলা, তার অর্ধেক তুলা
তার অর্ধেক ধান, তার অর্ধেক পান,
খনার বচন, মিথ্যা হয় না কদাচন।
৫৮। পুকুরে তে পানি নাই, পাতা কেনো ভাসে
যার কথা মনে করি সেই কেনো হাসে?
৫৯। চৈত্রে কুয়াশা ভাদ্রে বান।। সেই বর্ষে মরক জান।
৬০। খনা বলে শুনে যাও
নারিকেল মুলে চিটা দাও
গাছ হয় তাজা মোটা
তাড়াতাড়ি ধরে গোটা।