৮১। আগে বাঁধবে আইল তবে রুবে শাইল।
৮২। সকাল শোয় সকাল ওঠে তার কড়ি না বৈদ্য লুটে।
৮৩। যে না শোনে খনার বচন সংসারে তার চির পচন।
৮৪। হাত বিশ করি ফাঁক আম কাঁঠাল পুঁতে রাখ।
৮৫। লাঙ্গলে না খুঁড়লে মাটি, মই না দিলে পরিপাটি ফসল হয় না কান্নাকাটি।
৮৬। খনা ডেকে বলে যান রোদে ধান ছায়ায় পান।
৮৭। খরা ভুয়ে ঢালবি জল সারাবছর পাবি ফল।
৮৮। শোন শোন চাষি ভাই সার না দিলে ফসল নাই।
৮৯। আষাঢ়ে পনের শ্রাবণে পুরো ধান লাগাও যত পারো।
৯০। বার পুত, তের নাতি তবে কর কুশার ক্ষেতি।
৯১। সবলা গরু সুজন পুত রাখতে পারে খেতের জুত।
৯২। গাছে গাছে আগুন জ্বলে বৃষ্টি হবে খনায় বলে।
৯৩। গাছ-গাছালি ঘন রোবে না গাছ হবে তাতে ফল হবে না
৯৪। পটল বুনলে ফাগুনে ফলন বাড়ে দ্বিগুণে
৯৫। ফাগুনে আগুন, চৈতে মাট বাঁশ বলে শীঘ্র উঠি।
৯৬। জ্যৈষ্ঠে খরা, আষাঢ়ে ভরা শস্যের ভার সহে না ধরা।
৯৭। আষাঢ় মাসে বান্ধে আইল তবে খায় বহু শাইল।
৯৮। গাছগাছালি ঘন রোবে না গাছ হবে তার ফল হবে না
৯৯। যত জ্বালে ব্যঞ্জন মিষ্ট তত জ্বালে ভাত নষ্ট
১০০। চাষী আর চষা মাটি এ দু’য়ে হয় দেশ খাঁটি।