১৪১। হইবো পুতে ডাকবো বাপ তয় পুরবো মনর থাপ
১৪২। পারেনা ল ফালাইতে উইঠা থাকে বিয়ান রাইতে।
১৪৩। মঙ্গলে ঊষা বুধে পা যথা ইচ্ছা তথা যা।
১৪৪। শোনরে বাপু চাষার পো সুপারী বাগে মান্দার রো৷ মান্দার পাতা পচলে…
১৪৫। যদি বর্ষে মাঘের শেষ ধন্যি রাজার পুণ্যি দেশ
১৪৬। সূর্যের চেয়ে বালি গরম!! নদীর চেয়ে প্যাক ঠান্ডা!!
১৪৭। সমানে সমানে দোস্তি সমানে সমানে কুস্তি।
১৪৮। হোলা গোশশা অইলে বাশশা, মাইয়া গোশশা অইলে বেইশশা
১৪৯। মেয়ে নষ্ট ঘাটে, ছেলে নষ্ট হাটে
১৫০। যদি থাকে বন্ধুরে মন গাং সাঁতরাইতে কতক্ষণ।
১৫১। কাল ধানের ধলা পিঠা, মা’র চেয়ে মাসি মিঠা।
১৫২। পরের বাড়ির পিঠা খাইতে বড় ই মিঠা।
১৫৩। ঘরের কোনে মরিচ গাছ লাল মরিচ ধরে, তোমার কথা মনে হলে চোখের পানি পড়ে!
১৫৪। সোল বোয়ালের পোনা, যার যারটা তার তার কাছে সোনা
১৫৫। ছায়া ভালো ছাতার তল, বল ভালো নিজের বল।
১৫৬। যা করিবে বান্দা তা-ই পাইবে। সুই চুরি করিলে কুড়াল হারাইবে।
১৫৭। খালি পেটে পানি খায় যার যার বুঝে খায়।
১৫৮। তেলা মাথায় ঢালো তেল, শুকনো মাথায় ভাঙ্গ বেল।
১৫৯। চৈত্রে চালিতা, বৈশাখে নালিতা, আষাড়ে……… ভাদ্রে তালের…
১৬০। মিললে মেলা। না মিললে একলা একলা ভালা!