১০১। ভাদ্রের চারি, আশ্বিনের চারি কলাই করি যত পারি।
১০২। বিশ হাত করি ফাঁক,
আম কাঁঠাল পুঁতে রাখ।
গাছ গাছি ঘন রোবে না,
ফল তাতে ফলবে না।
১০৩। তিন শাওনে পান এক আশ্বিনে ধান।
১০৪। গরু-জরু-ক্ষেত-পুতা চাষীর বেটার মূল সুতা।
১০৫। চাষী আর চষা মাটি এ দু’য়ে হয় দেশ খাঁটি।
১০৬। ভাদ্রের চারি, আশ্বিনের চারি কলাই করি যত পারি।
১০৭। যদি না হয় আগনে পানি, কাঁঠাল হয় টানাটানি।
১০৮। আলো হাওয়া বেঁধো না রোগে ভোগে মরো না।
১০৯। ডাঙ্গা নিড়ান বান্ধন আলি তাতে দিও নানা শালি
১১০। সবল গরু, গভীর চাষ তাতে পুরে চাষার আশ
১১১। সোমে ও বুধে না দিও হাত ধার করিয়া খাইও ভাত।
১১২। গো নারিকেল নেড়ে রো আমা টুকরা কাঁঠাল ভো।
১১৩। ভাদরে করে কলা রোপন স্ববংশে মরিল রাবণ।
১১৪। সুপারীতে গোবর, বাশে মাটি অফলা নারিকেল শিকর কাটি
১১৫। নদীর জল ঘোলাও ভালো, জাতের মেয়ে কালোও ভালো
১১৬। যদি হয় চৈতে বৃষ্টি তবে হবে ধানের সৃষ্টি
১১৭। যদি বর্ষে গাল্গুনে চিনা কাউন দ্বিগুনে।
১১৮। বিপদে পড় নহে ভয়; অভিজ্ঞতায় হবে জয়
১১৯। চৈত্রে দিয়া মাটি বৈশাখে কর পরিপাটি।
১২০। মাঘ মাসে বর্ষে দেবা রাজ্য ছেড়ে প্রজার সেবা