১২১। পারেনা ল ফালাইতে উইঠা থাকে বিয়ান রাইতে।
১২২। ডাক ছেড়ে বলে রাবণ কলা রোবে আষাঢ় শ্রাবণ।
১২৩। পূর্ব আষাঢ়ে দক্ষিণা বয় সেই বৎসর বন্যা হয়।
১২৪। মংগলে উষা বুধে পা যথা ইচ্ছা তথা যা।
১২৫। পুত্র ভাগ্যে যশ কন্যা ভাগ্যে লক্ষী
১২৬। বামুন বাদল বান দক্ষিণা পেলেই যান।
১২৭। বেঙ ডাকে ঘন ঘন শীঘ্র হবে বৃষ্টি জান।
১২৮। আউশ ধানের চাষ লাগে তিন মাস।
১২৯। যদি হয় চৈতে বৃষ্টি তবে হবে ধানের সৃষ্টি
১৩০। • চালায় চালায় কুমুড় পাতা লক্ষ্মী বলেন আছি তথা।
১৩১। আখ আদা রুই এই তিন চৈতে রুই।
১৩২। চৈত্রে দিয়া মাটি বৈশাখে কর পরিপাটি।
১৩৩। দাতার নারিকেল, বখিলের বাঁশ কমে না বাড়ে বারো মাস।
১৩৪। সোমে ও বুধে না দিও হাত ধার করিয়া খাইও ভাত।
১৩৫। জৈষ্ঠতে তারা ফুটে তবে জানবে বর্ষা বটে।
১৩৬। বাঁশের ধারে হলুদ দিলে খনা বলে দ্বিগুণ বাড়ে।
১৩৭। গাই পালে মেয়ে দুধ পড়ে বেয়ে।
১৩৮। মাঘ মাসে বর্ষে দেবা রাজ্য ছেড়ে প্রজার সেবা
১৩৯। চৈতের কুয়া আমের ক্ষয় তাল তেঁতুলের কিবা হয়।
১৪০। আমে ধান তেঁতুলে বান।